MESSAGE FOR STUDENTS

আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম  বি.এস.এস  প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক  শিশুশিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বি.এস.এস প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক শিশুশিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমি

সম্মানিত অভিভাবক / সুধীজন,

আস্সালামু আলাইকুম।

বর্তমান একবিংশ শতাব্দী প্রতিযোগিতা মূলক চ্যালেঞ্জ মোকাবেলায় ও আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সু-শিক্ষার কোন বিকল্প-নেই। আর আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সু-শিক্ষার পূর্ব শর্ত। আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে যোগ্যতা ভিত্তিক ও সৃজনশীল শিক্ষার পাশাপাশি ইংরেজী, ধর্মীয়, তথ্য প্রযুক্তি কোরআন শিক্ষা ও ব্যবহারিক শিক্ষা অতীব জরুরী। সেই লক্ষ্যে মানসম্মত আধুনিক ও যুগোপযোগী কম্পিউটার সহ তথ্য প্রযুক্তি ভিত্তিক শিখন পদ্ধতি আয়ত্তের মাধ্যমে নতুন প্রজন্মের শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ সততা ও প্রশিক্ষণের কলাকৌশল প্রয়োগ করে শিশুদের মেধাকে জাগিয়ে তোলার পবিত্র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। তাই আপনার কোমলমতি সন্তানের পছন্দের পাঠশালা হউক “শিশুশিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমি”।

            আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম

( বি.এস.এস প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক )

শিশুশিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমি